Skip to main content

Posts

Showing posts from May, 2021

ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি | ইসলাম কী বলে?

ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি | ইসলাম কী বলে? ইসলামে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার ব্যাপারে কঠোর নিষেধাজ্ঞা এসেছে। কোরআনে কারিমে এ সম্বন্ধে বহু দলিল রয়েছে। যেমন- ১. এরশাদ হচ্ছে-‘কিতাবধারী হে! নিজেদের ধর্ম নিয়ে অযথা বাড়াবাড়ি কোরো না। আর (ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে) তোমাদের আগে যারা নিজেরা পথভ্রষ্ট হয়ে ও অন্যদেরকে পথভ্রষ্ট করে সহজ সরল পথচ্যুত হয়েছে, তাদের পথ অবলম্বন কোরো না।’ ( সুরা মায়িদা : ৭৭ )। ২. এরশাদ হচ্ছে-‘হে কিতাবধারীরা! তোমরা তোমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়িতে লিপ্ত হয়ো না। আর আল্লাহ সম্বন্ধে যথাযথ বলো।’ ( সুরা নিসা : ১৭১ )। আয়াতদুটিতে ইহুদি-খৃস্টানদেরকে নিজেদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করা হয়েছে। কেননা এরা আল্লাহর নির্ধারিত সীমারেখা সর্বদা ভেঙে ধর্মে বাড়াবাড়ি করার মাধ্যমে নিজেদের ধর্ম বিকৃত করে ফেলতো। ইহুদিরা হজরত উজায়ের (আ.)-কে এবং খৃস্টানরা হজরত ঈসা (আ.)-কে খোদাপুত্র সাব্যস্ত করেছিলো। মুফাসসিরে কোরআন হজরত আল্লামা কুরতুবি (রহ.) বলেন-‘ইহুদিরা হজরত ঈসা (আ.)-এর সম্বন্ধে বাড়াবাড়ির শিকার হয়েছে। তারা তার শ্রদ্ধেয়া মা হজরত মারইয়াম (আ.)-এর ওপর মিত্থারোপ করে থাকে। পক্ষান্তরে খৃস্টানরাও হজরত ঈসা (আ.)-ক

Elementor Pro v3.2.2

  Elementor Pro v3.2.2